সর্বশেষ

ওমানের প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা

Oman0

ওমানের সিভিল এভিয়েশন অথরিটি (CAA) ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিরূপ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বহুদিবসী সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, একটি নিম্নচাপের প্রভাবে বিভিন্ন গভর্নরেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আকস্মিক ওয়াদি প্রবাহ এবং উত্তর দিক থেকে প্রবল বাতাস বয়ে যেতে পারে। শনিবার বিকেলে প্রকাশিত প্রথম আবহাওয়া বুলেটিনে জানানো হয়, মুসান্দাম অঞ্চলে শনিবার সন্ধ্যা থেকেই মেঘলা আকাশ ও ছিটেফোঁটা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার ও সোমবার (১৪–১৫ ডিসেম্বর) মুসান্দামে মেঘের সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে এবং ১০–২৫ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একই সাথে আল বুরাইমি, উত্তর আল বাতিনাহ ও দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলেও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ৫–১৫ মিমি পর্যন্ত হতে পারে। এসব এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি উচ্চমাত্রায় থাকবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

CAA জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৬–১৮ ডিসেম্বর) পর্যন্ত মুসান্দাম, আল বুরাইমি এবং বাতিনাহ অঞ্চলে বিক্ষিপ্ত ও মাঝে মাঝে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সক্রিয় উত্তর ও উত্তর-পশ্চিম দিকের বাতাস এবং ওয়াদি প্রবাহের ঝুঁকি এই সময়েও বজায় থাকবে। শুক্রবার ও শনিবার (১৯–২০ ডিসেম্বর) উত্তরাঞ্চলের বেশিরভাগ গভর্নরেটে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

বিরূপ আবহাওয়ার এই দীর্ঘমেয়াদী পরিস্থিতিতে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবাসীদের বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়া, কোনো পরিস্থিতিতেই ওয়াদি বা উপত্যকা পারাপার না করা, কম দৃশ্যমানতায় ধীরগতিতে গাড়ি চালানো এবং উচ্চগতির বাতাসে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

CAA আরও জানিয়েছে, সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই সামুদ্রিক সতর্কতা ও আবহাওয়া সংক্রান্ত বিশেষ বুলেটিন অনুসরণ করতে হবে। ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের এই সতর্কতা সকল নাগরিক ও প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জারি করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, সরকারি নির্দেশনা মেনে চললেই বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup