সর্বশেষ

ওমানে ই-পাসপোর্ট সেবা নিয়ে প্রবাসীদের দূতাবাসের জরুরি ঘোষণা

Oman embassay

ওমানের সুর ও জালান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই–পাসপোর্ট এনরোলমেন্ট সেবা সম্প্রসারণ করছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট। এ উদ্দেশ্যে বিশেষ কনস্যুলার ট্যুরের আয়োজন করা হয়েছে। যেসব প্রবাসীর পাসপোর্ট বা ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে কিংবা ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে, তারা এই সেবায় অগ্রাধিকারভিত্তিতে সুযোগ পাবেন।

Ff5cda87 174c 4fc2 b215 45f52c87113d

দূতাবাস জানিয়েছে, আগ্রহী প্রবাসীদের ৯ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। তবে আবেদনপত্র পূরণের আগে ব্যাংক মাস্কাট বা মোবাইল অ্যাপের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে টিটি/এলএফটি (TT/LFT) নম্বর সংগ্রহ করা বাধ্যতামূলক। সঠিক তথ্য প্রদান না করলে এনরোলমেন্ট প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে মিশন।

সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর সুরের ‘ওয়াইফাই রিসোর্ট’ এবং ১২ ও ১৩ ডিসেম্বর জালানের ‘বাংলাদেশ স্কুল’ প্রাঙ্গণে ই–পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম পরিচালিত হবে। জমাকৃত তথ্য যাচাই শেষে নির্বাচিত আবেদনকারীদের সিরিয়াল নম্বর ও নির্ধারিত তারিখ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

দূতাবাস জানায়, প্রবাসীদের হয়রানি কমানো ও সেবা সহজীকরণের অংশ হিসেবে এ ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়ভাবে এনরোলমেন্টের সুযোগ মিললে সুর ও জালান এলাকায় থাকা বহু শ্রমিক ও সেবা–গ্রহীতার ভ্রমণ ব্যয় ও সময় উভয়ই সাশ্রয় হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup