সর্বশেষ

ভারতে ওমানি নাগরিকের মৃত্যুতে তোলপাড়

Daniel von appen WW 4bspunFY unsplash 1170x610

সর্বভারতীয় নাভালনগর ইনস্টিটিউট অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অদ্বৈত নায়ার (২০) রহস্যজনকভাবে হোস্টেল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন। ওমানি এই শিক্ষার্থী রবিবার রাতে মাস্কাট যাওয়ার পরিকল্পনার কথা বাবা–মাকে জানিয়েছিলেন। এর অল্প সময় পরই তিনি হোস্টেল ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

ঘটনার পর তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে পরদিন চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অদ্বৈতের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সহপাঠীরা অভিযোগ তুলেছেন যে হোস্টেলে নির্যাতন, অবহেলা ও নজরদারির অভাব দীর্ঘদিন ধরে চলছিল। তারা প্রশাসনের কাছে জবাবদিহি চান এবং নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিতের দাবি জানান। শিক্ষার্থীদের ক্ষোভের পরিপ্রেক্ষিতে হোস্টেল ওয়ার্ডেনকে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে উমরা পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সব দিক বিবেচনায় তদন্ত করা হবে এবং প্রয়োজন হলে ফৌজদারি মামলা নেওয়া হবে।

অদ্বৈতের মরদেহ সুরাট থেকে তার বাবা–মা গ্রহণ করেন এবং শেষকৃত্যের জন্য কেরালায় নিয়ে যান। এই মৃত্যুকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির হোস্টেল ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup