মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের দুলাল দাশ (৪৩)। সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে আল খায়ের এলাকায় ঘটে এই দুর্ঘটনা। সাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী একটি স্কুলবাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে সড়কের পাশের ওয়ালে মাথা আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত দুলাল দাশ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের নটুয়ারটিলা দাশপাড়ার লাল মোহন দাশের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পাঁচ মাস আগে ছুটি কাটাতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর আবার কর্মস্থলে ফিরেছিলেন। তার মৃত্যুর খবরে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর ওমানি পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। দুলালের মরদেহ বর্তমানে স্থানীয় হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার দাফনের জন্য মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিবার জানায়, দুলাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পেছনে রেখে গেছেন বৃদ্ধ বাবা, স্ত্রী এবং তিন কন্যা। তার আকস্মিক মৃত্যুর পর পরিবারটি গভীর সংকটে পড়ে। এলাকাবাসী একজন শান্ত, পরিশ্রমী ও অমায়িক মানুষ হিসেবে তাকে স্মরণ করছেন।
এই ঘটনায় প্রবাসী সমাজের মধ্যে নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি আবারও জোরালো হয়েছে। প্রবাসীরা বলছেন, কর্মস্থলের পথে সাইকেল চালানো শ্রমিকেরা নিয়মিত ঝুঁকির মুখে থাকেন এবং দুর্ঘটনা এড়াতে কঠোর নজরদারি প্রয়োজন।










