সর্বশেষ

এবার ভূমিকম্পে কাঁপল ওমান

Oman.w ismail

ওমানে আবারও অনুভূত হয়েছে ভূমিকম্পের হালকা কম্পন। দেশটির উত্তরাঞ্চলের খাসাব শহরের উত্তর–উত্তরপশ্চিম অংশে সোমবার সকাল ৮টা ২৬ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। ওমান ন্যাশনাল সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, শহর থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ভূমিকম্পে কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে কেন্দ্রের নিকটবর্তী এলাকাগুলোর বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি টিম মোতায়েন করেছে।

ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতি যাচাই ও নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় সক্রিয় নজরদারি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবাসী ও স্থানীয় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে খাসাব ও সংলগ্ন অঞ্চলে বসবাসকারীদের জরুরি নির্দেশনা মেনে চলতে এবং অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করতে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভূমিকম্পের প্রকৃতি ও পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি নিয়ে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। প্রয়োজন হলে অতিরিক্ত সতর্কতা জারি করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup