সর্বশেষ

ব্রেকিং নিউজ: ওমানে ট্রাক সংঘর্ষে দুই প্রবাসীর মৃত্যু

Oman rood akcidesn

ওমানে আল শারকিয়াহ প্রদেশের বিডিয়া এলাকায় সুলতান কাবুস হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী প্রাণ হারিয়েছেন। মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে ঘটনাটি নিশ্চিত করেছে। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, নিঝওয়া–মাসকাট মহাসড়কের বিডিয়া ব্রিজের নিচে দুই ট্রাকের তীব্র সংঘর্ষে পাঁচটি অতিরিক্ত গাড়িও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এলাকাটিতে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে ট্রাফিক বিভাগ বিকল্প রুটে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রয়্যাল ওমান পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতা দুর্ঘটনার কারণ হতে পারে।

পুলিশ সবাইকে সড়কে সতর্কভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে ৯৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup