ওমানের নিজুয়ায় শুরু হতে যাচ্ছে নিজুয়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত দেশের অন্যতম বৃহৎ টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, বহু প্রতীক্ষিত এই প্রতিযোগিতা আগামী ১২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে। ওমানজুড়ে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এবারের আসরটি সম্পূর্ণ উন্মুক্তভাবে আয়োজন করা হয়েছে।
আয়োজকদের মতে, ওমানের প্রবাসী সমাজে টেপটেনিস ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে। খেলোয়াড়দের আগ্রহ, যোগ্যতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতেই চলতি বছর আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলোকে উৎসাহিত করতে প্রতিযোগিতায় বাড়তি পুরস্কার, মানসম্মত খেলার পরিবেশ এবং উন্নত সুবিধা রাখা হয়েছে।
সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে ম্যাচ পরিচালনা, আম্পায়ারিং এবং মাঠ ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে ক্লাব। প্রতিটি ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা টিম নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে আয়োজক কমিটি। তাদের দাবি, ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আরও
নিজুয়া ফ্রেন্ডস ক্লাব আশা করছে, এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক ও ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে প্রবাসীদের জন্য এটি হবে বিনোদন ও মানসিক প্রশান্তির বড় উপলক্ষ।
ক্লাব সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী দলগুলো নিবন্ধন সম্পন্ন করতে পারবে। আয়োজকরা বিশ্বাস করেন, আগামী ১২ ডিসেম্বর থেকে নিজুয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এক উৎসবমুখর পরিবেশ তৈরি হবে টেপটেনিস ক্রিকেটকে ঘিরে।











