সর্বশেষ

ওমানে বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

Bangladeshi expatriate killed in Oman!

ওমানের মাস্কাটে বাংলাদেশি এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম—আবুল মনছুর (৪৫)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্যাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওমানের বোয়ালি এলাকায় নিজ কক্ষের পাশের একটি গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজে যাওয়ার সময় রুমমেটরা প্রথমে ঝুলন্ত অবস্থায় মনছুরের মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন।

মনছুরের পিতা আব্দুল মালেক জানান, ঘটনার কিছুক্ষণ আগেও ছেলে হাসিখুশিভাবে পরিবারের সঙ্গে কথা বলেছেন। অন্যদিকে দাদা হাজী কালাম বলেন, মনছুর আত্মহত্যা করতে পারে না—এ ঘটনায় অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পরিবার জানায়, মনছুরের দুই কন্যা ও এক পুত্র রয়েছে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ওমান পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিশ্চিত করতে তদন্ত চলছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, শিগগিরই প্রকাশ পাবে বিস্তারিত তদন্ত প্রতিবেদন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup