ওমানের সুলতান হাইথাম বিন তারিক পারস্পরিক ভিসা ফি মওকুফ চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এ বিষয়ে রোববার রয়্যাল ডিক্রি নম্বর ১০০/২০২৫ জারি করেন তিনি। চুক্তিটি ওমান ও ইরাক সরকারের মধ্যে সম্পাদিত হয়েছে।
রয়্যাল ডিক্রিতে উল্লেখ করা হয়েছে, ভিসা মওকুফ সুবিধা কেবল কূটনৈতিক, বিশেষ ও সরকারি (সার্ভিস) পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে। ফলে দুই দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদের মাঝে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে, যা প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি দ্বিপাক্ষিক যোগাযোগ, বাণিজ্যিক আলোচনার অগ্রগতি এবং বিভিন্ন রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
আরও
চুক্তিটি গত ৩ সেপ্টেম্বর ২০২৫ সালে সালালাহতে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়। সুলতানের অনুমোদনের মাধ্যমে এখন এটি কার্যকর হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ওমান–ইরাক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।










