সর্বশেষ

আনুষ্ঠানিকভাবে চালু হলো ওমানি রিয়াল প্রতীক

OMANIRIYAL

ওমানের কেন্দ্রীয় ব্যাংক (CBO) আনুষ্ঠানিকভাবে দেশটির মুদ্রা ওমানি রিয়ালের নতুন প্রতীক চালু করেছে। সালতানাতের অর্থনৈতিক ও আর্থিক ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন প্রতীকটি এখন থেকে ব্যাংকিং লেনদেন, ডিজিটাল প্ল্যাটফর্ম, সরকারি নথি এবং বাণিজ্যিক ব্যবহারে প্রয়োগ হবে, যা মুদ্রার ব্যবহারকে আরও মানসম্মত, স্বচ্ছ এবং অভিন্ন করবে।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ বিন জাফর আল-মুসাল্লামি বলেন, এই প্রতীক ওমানি রিয়ালের আন্তর্জাতিক পরিচিতি এবং ব্যবহারযোগ্যতা আরও বাড়াবে। বৈশ্বিক আর্থিক বাজারে ওমানি রিয়ালের শক্তি, স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা তুলে ধরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, প্রতীকটি দেশের আর্থিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিপক্বতার প্রতিফলন।

নতুন প্রতীকটি শুধু অর্থনৈতিক গুরুত্বই বহন করে না; এটি সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। নকশায় প্রাচীন ওমানি ঐতিহ্য ও আধুনিক ডিজাইনের সমন্বয় রাখা হয়েছে, যা সালতানাতের দীর্ঘ মুদ্রা ইতিহাস ও সমৃদ্ধ বাণিজ্য ঐতিহ্যকে প্রতিফলিত করে।

ওমান ভিশন ২০৪০–এর সাথে সামঞ্জস্য রেখে এই প্রতীক প্রবর্তন করা হয়েছে। উদ্ভাবন, আধুনিকায়ন ও বৈশ্বিক আর্থিক মানদণ্ডে পৌঁছানোর যে লক্ষ্য ওমান নিয়েছে, নতুন রিয়াল প্রতীক সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।

গভর্নর আল-মুসাল্লামি এই সফল প্রকল্পে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন প্রতীকটি ওমানের সাংস্কৃতিক গভীরতা, ঐতিহ্য এবং আধুনিক নান্দনিকতার একটি চমৎকার মিশ্রণ। এটি ওমানি রিয়ালের মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup