ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুল প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রবাসীরা দেশে গিয়ে এনআইডি গ্রহণে নানা জটিলতা ও সময়সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। এবার অনলাইনে আবেদন ও দূতাবাসে উপস্থিতির মাধ্যমে তারা সহজেই এই সেবা পাবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস মিলানাতনে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিশ্বের ৫০টিরও বেশি দেশে এনআইডি সেবা চালুর উদ্যোগের অংশ হিসেবে ওমান ১৫তম দেশ হিসেবে এই কার্যক্রমে যুক্ত হলো। এই উদ্যোগে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও সন্তুষ্টি।
নির্বাচন কমিশনের অতিরিক্ত প্রকল্প পরিচালক নুরুজ্জামান খান জানান, প্রবাসীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এরপর দূতাবাস থেকে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও ছবি তুলতে হবে। সর্বোচ্চ তিন মাসের মধ্যেই আবেদনকারীরা তাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ড হাতে পাবেন।
আরও
বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আজীম বলেন, “ওমানে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল জাতীয় পরিচয়পত্রের সুবিধা চালু করা। আজ সেই দাবির বাস্তবায়ন হলো নির্বাচন কমিশনের আন্তরিক প্রচেষ্টায়।” তিনি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের প্রশংসা করে জানান, প্রবাসীদের সুবিধার জন্য দূতাবাস সবসময় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সরকার ইতোমধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ভোট চালুর উদ্যোগ নিয়েছে। ফলে এনআইডি কার্ড এখন প্রবাসীদের নাগরিক অধিকার ও ভোটাধিকারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রবাসীরা আশা করছেন, এই কার্যক্রমের ফলে তারা আর দেশে না গিয়েই সহজে ও দ্রুত নিজেদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।










