ওমান সরকার প্রবাসীদের রেসিডেন্ট (আকামা) কার্ডের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্বে এই কার্ডের মেয়াদ ছিল তিন বছর। নতুন সিদ্ধান্তের ফলে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ সৃষ্টি হলো।
ওমানের পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক সম্প্রতি “সিভিল স্ট্যাটাস আইন”-এর নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে সিদ্ধান্ত নম্বর ১৫৭/২০২৫ জারি করেছেন। সংশোধিত নিয়ম অনুযায়ী, রেসিডেন্ট কার্ডের মেয়াদ আবেদনকারীর শর্তাবলি ও অনুমোদনের ভিত্তিতে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা যাবে।
নতুন বিধান অনুসারে, কার্ডের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই নবায়ন করতে হবে। বিলম্বিত নবায়নের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানা আরোপের বিধানও রাখা হয়েছে।
আরও
রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য প্রতি বছরের ফি নির্ধারণ করা হয়েছে ৫ ওমানি রিয়াল, যা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত একত্রে প্রদান করা যাবে। এছাড়া, কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে প্রতিস্থাপন কার্ডের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২০ ওমানি রিয়াল।
ওমান সরকারের এই উদ্যোগকে প্রবাসী ও বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদি রেসিডেন্সির সুযোগ প্রবাসীদের কর্মসংস্থান, ব্যবসা এবং বিনিয়োগে স্থিতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে।










