সর্বশেষ

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

Bangladeshi expatriate dies in horrific road accident in oman

ওমানে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দেশটির সু-সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামের মো. ছিদ্দিক আহমদের ছেলে। জানা যায়, সেদিন রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজস্ব প্রাইভেট কারে যাচ্ছিলেন তিনি। পথে একটি ওমানি প্রাইভেট কার তাকে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনছুর জানান, সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় সু হাসপাতালে মর্গে রাখা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, আড়াই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় সাইফুল ওমানে যান এবং সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার্থে তিন মাস আগে নিজের নামে একটি প্রাইভেট কার কিনেছিলেন তিনি। সেই গাড়িতেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান এই তরুণ প্রবাসী।

তিন ভাইবোনের মধ্যে সাইফুল ছিলেন বড়। তার অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup