সর্বশেষ

ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন, ভিসা ফিতে ব্যাপক পরিবর্তন

10oman ismail 01

ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম অনুমোদন সংক্রান্ত একটি নতুন বিধিমালা জারি করেছে, যা প্রবাসী কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। সরকারি গেজেটে প্রকাশের তিন মাস পর থেকে কার্যকর হতে যাওয়া এই আইনের আওতায় ওয়ার্ক পারমিটের মেয়াদ, ফি, বিলম্বজনিত জরিমানা এবং বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন আইন অনুযায়ী, প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এখন থেকে ২৪ মাস হবে। যেসব প্রতিষ্ঠান এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে, তারা নির্ধারিত ফি-তে ৩০ শতাংশ ছাড় পাবে, অন্যথায় তাদের দ্বিগুণ ফি পরিশোধ করতে হবে। সময়মতো ওয়ার্ক পারমিট নবায়ন না করলে প্রতি মাসের জন্য ১০ রিয়াল জরিমানা আরোপ করা হবে, যা সর্বোচ্চ ৫০০ রিয়াল পর্যন্ত হতে পারে।

এই বিধিমালায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, যেমন ক্লাব, মসজিদ ও গির্জার জন্য প্রবাসী কর্মী আনার লাইসেন্স ফি ১০১ রিয়াল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, কর্মীর মৃত্যু, ভিসা বাতিল, স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্যতা বা নিয়োগকর্তার মৃত্যুসহ কিছু বিশেষ পরিস্থিতিতে ফি ফেরত বা জরিমানা মওকুফের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, এই নতুন বিধিমালাটি ২০১৬ সালের পুরোনো আইন বাতিল করে জারি করা হলো, যার প্রধান লক্ষ্য ওমানের শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করে তোলা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup