ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের আল খাবুরায় একটি পাহাড়ি নদীখাত বা ওয়াদির প্রবল স্রোতের মধ্যে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে রয়্যাল ওমান পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশ জানায়, প্রচারিত ভিডিওতে দেখা যায় যে, আটক ব্যক্তিরা পানির প্রবল স্রোত উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন। এই বেপরোয়া আচরণ তাদের নিজেদের এবং গাড়িতে থাকা অন্য আরোহীদের জীবন মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছিল।
ভিডিওটি নজরে আসার পর উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশ কমান্ড অভিযুক্তদের শনাক্ত করে আটক করে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
আরও
কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। ওয়াদি বা পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।










