সর্বশেষ

বিমানের ইতিহাস গড়ল ওমান

Muscat Airport

ওমানে বিমানবন্দরগুলোতে চলাচলকারী যাত্রী সংখ্যা ২০২৫ সালের আগস্টের শেষ পর্যন্ত ১০,০২৪,৯৯৮ জনে পৌঁছেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি, যদিও সামগ্রিকভাবে ০.১ শতাংশ হ্রাস লক্ষ্য করা গেছে। দেশের প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রীসংখ্যা এবং বিমান চলাচলের ভিন্নতা এ বিষয়কে আরও স্পষ্ট করে।

মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর এ সময়ে ৮,৭৫৭,৬৯৬ যাত্রী পেয়েছে, যা গত বছরের তুলনায় ০.৫% কম। বিমান চলাচলের সংখ্যা ৬২,০০৭টি, যা ৫.১% হ্রাস। মাস্কাট বিমানবন্দরে সবচেয়ে বেশি যাত্রী ছিলেন ওমানি নাগরিকরা (২২৩,১৬৬ জন), এরপর ভারতীয় (১৫৮,০৭৫ জন) ও পাকিস্তানি (৪৪,৪৩৭ জন) নাগরিকরা।

সালালাহ বিমানবন্দর ৮.৫% বৃদ্ধি পেয়ে ১,২০৮,৬০৭ যাত্রী পায়, বিমান চলাচলও ৪.৮% বেড়ে ৭,৭৬৯টি হয়েছে।
সোহর বিমানবন্দর এর যাত্রী সংখ্যা ৭০.৩% কমে ১৮,৫২২ জন, বিমান চলাচলও ৫৯.১% কমে ২০২টি হয়েছে।
দুকুম বিমানবন্দর ২.৬% বৃদ্ধির সঙ্গে ৪০,১৭৩ যাত্রী পেয়েছে, তবে বিমান চলাচলের সংখ্যা সামান্য কমে ৪১০টি হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সামগ্রিক যাত্রীসংখ্যার সামান্য হ্রাসের মধ্যেও ওমানের বিমানবন্দরগুলোতে চলাচলের ধারা দৃঢ়। দেশীয় ও আন্তর্জাতিক যাত্রীরা উভয়ই বিমানসেবার ওপর নির্ভর করছেন, এবং মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর এখনও এ অঞ্চলের মূল যাত্রী কেন্দ্র হিসেবে রয়ে গেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup