সর্বশেষ

ওমানজুড়ে অস্থিতিশীল আবহাওয়ায় সতর্কতা জারি

Heavy rain and thunderstorms forecast in oman, warning issued to expatriates

ওমানে নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে অস্থিতিশীল আবহাওয়া। আজ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত বজ্রবৃষ্টি ও প্রবল ঝড়বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল দাহিরা,, আদ-দাখিলিয়া এবং আল বুরাইমি প্রদেশে ৬০–২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এসময় পাহাড়ি ওয়াদি দিয়ে প্রবল স্রোতের আশঙ্কা রয়েছে। একইসাথে ঝড়ো হাওয়ায় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে।

উত্তর আশ শারকিয়া ও মুসান্দাম অঞ্চলে ১০–৩০ মিলিমিটার, দক্ষিণ আস শারকিয়ায় ৫–১০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এসব এলাকায় হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে।

ওমানের সিভিল এভিয়েশন জানিয়েছে—বজ্রঝড়ের সময় ঘণ্টায় ২৮–৬৪ কিলোমিটার বেগে প্রবল বাতাস বয়ে যেতে পারে। নাগরিকদের নদী-খাল পারাপার না করা, নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরও৩ দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup