সর্বশেষ

ওমানে প্রবাসী চালকরা সাবধান! চলছে অভিযান, আটক শতাধিক

1760154818 1760154818 he9fkp08m7ks

ওমানের সম্প্রতি যাত্রী পরিবহনে অননুমোদিত ও অনিরাপদ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। বিশেষ করে আল ওস্তা প্রদেশে বেশ কয়েকজন চালককে আটক করা হয়েছে, যারা ব্যক্তিগত বা পণ্যবাহী যানবাহন ব্যবহার করে অবৈধভাবে যাত্রী পরিবহন করছিলেন।

ওমান পুলিশ জানিয়েছে, অনুমোদনহীনভাবে যাত্রী পরিবহন জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। এসব গাড়ি যাত্রী পরিবহনের উপযোগী নয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা মানও নিশ্চিত নয়। আটক চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।

পুলিশ সতর্ক করেছে, এই ধরনের কার্যক্রম কেবল দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় না, বরং ওমানের সড়ক পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ও নিরাপত্তা মানকেও ক্ষতিগ্রস্ত করে। এজন্য অনুমোদিত লাইসেন্স ও নিয়ম মেনে পেশাদারভাবে পরিবহন কার্যক্রম চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।

বিশেষভাবে প্রবাসী চালকদের উদ্দেশে আরওপি কঠোর সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, কেউ ব্যক্তিগত গাড়ি বা মালবাহী যানবাহন ব্যবহার করে অবৈধভাবে যাত্রী পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে জরিমানা, কারাদণ্ড এবং দেশ থেকে বহিষ্কার পর্যন্ত শাস্তি।

ওমান পুলিশ সকল প্রবাসী চালককে ওমানের সড়ক আইন ও পরিবহন বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, “নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে আইন মানুন—নইলে কঠোর পরিণতি অনিবার্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup