ওমানের মারমুল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর রয়্যাল ওমান পুলিশ (আরওপি) নিহত ব্যক্তির মরদেহ হেলিকপ্টারে করে মারমুল থেকে জাবাল আখদারে নিয়ে গেছে।
ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এভিয়েশন ইউনিট এই উদ্ধার ও পরিবহন কার্যক্রম পরিচালনা করেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনাস্থল আল-উস্তা গভর্নরেটের মারমুল এলাকা থেকে মরদেহটি আকাশপথে আল-দাখিলিয়া গভর্নরেটের জাবাল আখদার এলাকায় স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
আরও
রয়্যাল ওমান পুলিশের এই উদ্যোগের ফলে দুর্ঘটনার পর দ্রুত মরদেহ উদ্ধার ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ওমানের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আরওপি এভিয়েশন ইউনিট নিয়মিতভাবে এমন উদ্ধার তৎপরতা পরিচালনা করে আসছে।










