ওমানের দক্ষিণ বাতিনা প্রদেশের বারকা শহরের হিল্লা আল-শামাল এলাকার একটি আবাসিক এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং বিপজ্জনক স্টান্ট প্রদর্শনের অভিযোগে রয়্যাল ওমান পুলিশ এক চালককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সৃষ্ট বিশৃঙ্খলায় বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছেন।
দক্ষিণ বাতিনা গভর্নরেট পুলিশ কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত চালক আবাসিক এলাকার রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো, ড্রিফটিং (গাড়ি ঘোরানো) এবং বিপজ্জনকভাবে গাড়ি ঘুরিয়ে জনসাধারণের শান্তি বিঘ্নিত করেন। তার গাড়ির চাকার ঘর্ষণে সৃষ্ট ধুলোবালি এবং উড়ন্ত পাথরের আঘাতে বেশ কয়েকজন নাগরিক আহত হন।
পুলিশ আরও জানায়, এই ধরনের বেপরোয়া আচরণ জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। জনসাধারণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ওই চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আরও
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ওমানে বসবাসরত সকল প্রবাসী এবং নাগরিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাস্তায় বিপজ্জনক স্টান্ট বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর মতো ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কার্যকলাপ দেখলে অবিলম্বে নিকটস্থ পুলিশ স্টেশনে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।










