সর্বশেষ

ওমানে জাল মুদ্রা বিনিময়ের চেষ্টায় ২ জন গ্রেপ্তার

Rop arrests two for counterfeit currency a

ওমানের আল দাখিলিয়াহ প্রদেশে জাল মুদ্রা বিনিময়ের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ । প্রদেশটির একটি স্থানীয় ব্যাংকে জাল ওমানি মুদ্রা দিয়ে আসল মুদ্রা নেওয়ার সময় তাদের হাতেনাতে ধরা হয়। এই ঘটনা দেশটির আর্থিক অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রয়্যাল ওমান পুলিশ জানায়, অভিযুক্তরা জাল নোট নিয়ে একটি ব্যাংকে গিয়ে সেগুলো বিনিময়ের চেষ্টা করে। কিন্তু ব্যাংক কর্মকর্তাদের সতর্কতার কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়। ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।

রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই সফল অভিযানটি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সতর্কতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপের গুরুত্ব প্রমাণ করে। আর্থিক জালিয়াতি রোধে কর্তৃপক্ষ তাদের কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup