সর্বশেষ

ওমানে প্রবাসীদের জন্য কর্মসংস্থানের সুযোগ!

New decision on additional leave for omani expatriates e1748768482827

ওমানের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, যা দেশটিতে কর্মরত এবং যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য ব্যাপক সুযোগ তৈরি করছে। ২০৩০ সালের মধ্যে ৯,৬০০ নতুন হোটেল রুম তৈরির বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা নির্মাণ ও সেবা খাতে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান ক্যাভেন্ডিশ ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে হোটেলগুলোর আয় ১৮.২% বৃদ্ধি পেয়েছে, যা এই খাতের শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দেয়।

এই সম্প্রসারণের ফলে সরাসরি লাভবান হবেন প্রবাসী কর্মীরা। হোটেল, রিসোর্ট ও নতুন পর্যটন কেন্দ্র নির্মাণে যেমন দক্ষ নির্মাণশ্রমিকের চাহিদা বাড়বে, তেমনি সেগুলো চালু হলে হসপিটালিটি ম্যানেজমেন্ট, শেফ, সার্ভিস স্টাফ এবং ট্রান্সপোর্ট খাতেও বহুসংখ্যক কর্মীর প্রয়োজন হবে। ইতোমধ্যে, এই খাতের শক্তিশালী প্রবৃদ্ধির কারণে কর্মসংস্থান ৪.৮% বৃদ্ধি পেয়েছে। এছাড়া, প্রবাসী উদ্যোক্তাদের জন্যও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে জিডিপিতে পর্যটন খাতের অবদান ৫%-এ উন্নীত করা। এই লক্ষ্য পূরণে মাস্কাট, সালালাহসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বড় ধরনের উন্নয়ন প্রকল্প এবং ছয়টি নতুন আঞ্চলিক বিমানবন্দরনির্মিত হচ্ছে। এই সমন্বিত উদ্যোগ ওমানের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি প্রবাসীদের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় কর্মপরিবেশ নিশ্চিত করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup