রয়েল ওমান পুলিশ (ROP) দেশীয় জনসাধারণ এবং প্রবাসী কর্মীদের সতর্ক করেছে, যাতে উত্তর-পশ্চিম আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় শকতির কারণে সমুদ্র সৈকত ও নৌসফর এড়িয়ে চলা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা বর্তমানে যেকোনো সমুদ্রসংক্রান্ত কার্যক্রমকে বিপজ্জনক করে তুলেছে।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া জরুরি। সকলকে সরকারি কর্তৃপক্ষের প্রকাশিত আপডেট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া অপ্রত্যাশিত ও ঝুঁকিপূর্ণ রয়েছে।
আরও
ওমান পুলিশ আরও সতর্ক করেছে, সমুদ্র বা সৈকত এলাকায় অবস্থান করা বিপজ্জনক হতে পারে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌসফর, জেটস্কি, বা অন্য কোনো সমুদ্রভিত্তিক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।


জনসাধারণ ও প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, অপ্রয়োজনীয়ভাবে উপকূলের দিকে যাতায়াত না করতে এবং সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের ওপর নির্ভর না করে শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে।
এই সতর্কতা ঘূর্ণিঝড় শকতির প্রভাবে সৃষ্ট অনিশ্চিত আবহাওয়ায় জনসাধারণ এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।










