ওমানে কর্মরত প্রবাসীসহ সকল নাগরিকের জন্য গুরুতর সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ । জানানো হয়েছে, ভুয়া বা নকল ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে নিঃস্ব হয়ে যেতে পারেন যে কেউ। সাইবার অপরাধীরা এখন সরকারি পোর্টাল বা জনপ্রিয় ই-কমার্স সাইটের হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।
পুলিশ জানিয়েছে, এই প্রতারক চক্রগুলো আকর্ষণীয় বিজ্ঞাপন বা অফার দিয়ে থাকে, যা গুগল সার্চের ফলাফলের শীর্ষে দেখা যায়। ফলে মানুষ সহজেই বিশ্বাস করে ফেলে। এসব ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করার পর ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকের বিবরণ, বিশেষ করে ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) চাওয়া হয়। এই সংবেদনশীল তথ্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেয়।
সম্প্রতি ওমানে সাইবার জালিয়াতির ঘটনা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পেছনে এ ধরনের প্রতারণাকে অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। কর্তৃপক্ষ প্রবাসী কর্মীদের অনলাইন লেনদেন এবং যেকোনো অপরিচিত লিংকে ক্লিক করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে, কারণ একটি ভুল ক্লিকেই তাদের কষ্টার্জিত অর্থ খোয়া যেতে পারে।










