সর্বশেষ

ওমান উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা! সবাই সতর্ক থাকার নির্দেশ

Nasa i9w4uy1pu s unsplash 1170x610

ওমানে উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট একটি গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার আবহাওয়া সংক্রান্ত বুলেটিনে জানানো হয়, বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্র ওমানের উপকূল থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি সম্ভবত পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য আরব সাগরের দিকে যাবে। যদিও এটি সরাসরি ওমানের উপকূলে আঘাত হানার আশঙ্কা কম, তবুও এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঝড়ের প্রভাবে সাগরের ওই অঞ্চলে আবহাওয়া বৈরী আকার ধারণ করতে পারে এবং সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

এই ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় সরাসরি কোনো সতর্কতা জারি করা না হলেও, সংশ্লিষ্ট দেশগুলোর আবহাওয়া বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জেলে এবং সমুদ্রগামী জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে নতুন তথ্য পেলেই তা জানিয়ে দেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup