সর্বশেষ

ওমানে প্রবাসীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে অপর দুই প্রবাসী গ্রেপ্তার

n oman!

ওমানে সশস্ত্র ডাকাতির অভিযোগে দুই আফ্রিকান নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। দেশটির পুলিশের অপরাধ তদন্ত ও অনুসন্ধান অধিদপ্তর জানায়, তারা ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা এক এশীয় নাগরিককে পথে আটকিয়ে শারীরিকভাবে আক্রমণ চালায় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়।

দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রয়্যাল ওমান পুলিশ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup