সর্বশেষ

ওমানে কার ওয়াশিং নিয়ে প্রবাসীদের সতর্কবার্তা

Warning message to expatriates at car washes in oman

ওমানের রাজধানী মাস্কাটে সড়কের পাশে বা বাড়ির সামনে গাড়ি ধোয়ার প্রবণতা থেকে বিরত থাকতে নাগরিক ও প্রবাসীদের প্রতি সতর্কবার্তা দিয়েছে  মাস্কাট মিউনিসিপ্যালিটি। তারা জানিয়েছে, এভাবে গাড়ি ধোয়ার ফলে জমে থাকা পানি দুর্গন্ধ সৃষ্টি করে, পোকামাকড় বাড়ায় এবং আশপাশের পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়।

মিউনিসিপ্যালিটির ভাষ্যমতে, অনিয়মিতভাবে গাড়ি ধোয়ার কারণে পরিবেশের ক্ষতি হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়। জমে থাকা পানি অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করে, যা বিভিন্ন রোগ-জীবাণু ছড়াতে পারে।

প্রবাসী বাংলাদেশিসহ ওমানের সকল বিদেশি নাগরিককে নির্ধারিত ওয়াশিং সেন্টারে গাড়ি পরিষ্কার করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এতে পরিবেশ রক্ষা পাবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত সুবিধার জন্য এমন নেতিবাচক অভ্যাস পরিহার করতে হবে। নিয়ম মেনে চললে শুধু স্থানীয় নাগরিকই নয়, প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য প্রবাসীরাও একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup