সর্বশেষ

ওমানে কর্মস্থলে দেয়াল ধসে প্রাণ গেল বাংলাদেশির

Fatikchari expatriate dies after wall collapses in oman

ওমানের মাস্কাটে নির্মাণাধীন দেয়াল ধসে মোহাম্মদ আইয়ুব আলী (৫৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে ওমানে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইয়ুব আলী ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন। দুর্ঘটনার দিন তিনি সাতজন শ্রমিক নিয়ে একটি দেয়াল নির্মাণ করছিলেন। এ সময় তার বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাতো ভাই মোহাম্মদ জাফরও সঙ্গে ছিলেন। হঠাৎ দেয়াল ধসে পড়লে অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আইয়ুব আলী চাপা পড়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু ঘটে। ঘটনাস্থলেই প্রবাসী এই শ্রমিকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের ছোট ভাই মোহাম্মদ লিয়াকত আলী জানান, দেয়াল ধসের সময় আইয়ুব আলী শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন। হঠাৎ দেয়াল ভেঙে চাপা পড়ায় তার মৃত্যু হয়। বর্তমানে লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকে ভেঙে পড়েন স্বজনরা। আত্মীয়-পরিজন ও প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় জমায় এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হঠাৎ মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup