ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে মাদকবিরোধী অভিযানে তিনজন যাত্রীকে আটক করেছে কাস্টমস ও রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে মোট ২২কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম অভিযানে এক থাই ও এক ভারতীয় নারী যাত্রীকে আটক করা হয়। তাদের লাগেজে কুকির টিন ও বিভিন্ন প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় প্রায় ১৩ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও


অন্য এক অভিযানে আরওপি ও বিমানবন্দর কাস্টমসের যৌথ টিম এক এশীয় পুরুষ প্রবাসীকে আটক করে। তার ভ্রমণ ব্যাগের ভেতরে কৌশলে লুকানো ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি মাদক চোরাচালান ও অবৈধ ব্যবসার উদ্দেশ্যে এগুলো বহন করছিলেন।
রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে মাদক চোরাচালান রোধে বিমানবন্দরসহ দেশের সব প্রবেশপথে নজরদারি আরও কড়া করা হয়েছে।










