সর্বশেষ

ওমানে প্রবাসীসহ ৮ হাজার ৩২৬ জনকে ক্ষমা করলেন সুলতান

Sultan haitham bin tariq

সুলতান হাইতাম বিন তারিক নেতৃত্ব গ্রহণের পর থেকে গত পাঁচ বছরে ওমানে ৮ হাজারেরও বেশি বন্দি সুলতানের ক্ষমায় মুক্তি পেয়েছেন। ২০২০ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮ হাজার ৩২৬ জন বন্দি মুক্তি পেয়েছেন।

এই ক্ষমা শুধু আইন নয়, মানবিকতারও প্রতিফলন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, নবীজীর জন্মদিন, সুলতানের সিংহাসনে আরোহন দিবস ও জাতীয় দিবসের মতো বিশেষ সময়ে বন্দিদের মুক্তি দেওয়া হয়। এতে অনেক পরিবার আবার একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে।

ওমানি ও প্রবাসী উভয় বন্দিরাই এ সুযোগ পেয়েছেন। এটি প্রমাণ করে, দেশে ন্যায়বিচার ও সহনশীলতার পাশাপাশি দয়ার সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংখ্যার হিসাবে দেখা যায়— ২০২০ সালে ১ হাজার ৭০৪ জন, ২০২১ সালে ১ হাজার ৬৭০ জন, ২০২২ সালে ১ হাজার ৩৪১ জন, ২০২৩ সালে ৮৬৪ জন, ২০২৪ সালে ৮৭৯ জন এবং চলতি বছরেই ইতিমধ্যে ১ হাজার ৮৬৮ জন মুক্তি পেয়েছেন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup