সর্বশেষ

ওমানে দোকানে চুরি করার সময় দুই জনকে গ্রেপ্তার

Two arrested while stealing from a shop in oman

ওমানের নিজওয়ায়ট এলাকায় একাধিক দোকান থেকে চুরি করার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। পুলিশ জানিয়েছে, আল ঢাখিলিয়াহ গভর্নরেটের পুলিশ কমান্ড তাদেরকে নগদ টাকা ও ইলেকট্রনিক সরঞ্জাম চুরির অভিযোগে আটক করেছে।

রয়্যাল ওমান পুলিশ-এর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই ব্যক্তিকে দোকানদারদের ক্ষতি এবং চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ধরণের অপরাধ প্রতিরোধে ওমানের নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা করছেন, পুলিশ এমন দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখবে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

উল্লেখ্য, নিজওয়ায়ট এলাকায় সাম্প্রতিক সময়ে দোকান চুরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুলিশ সক্রিয় নজরদারি চালাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup