সর্বশেষ

ওমানে বাড়ছে প্রবাসীদের অপরাধ

Oman police

ওমানে প্রবাসী শ্রমিকদের মধ্যে অপরাধের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে প্রতিদিনই কোথাও না কোথাও প্রবাসীদের বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যাচ্ছে। রয়্যাল ওমান পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক, ডাকাতি, চুরি, জালিয়াতি ও সহিংসতা সহ বিভিন্ন অপরাধে প্রবাসীদের গ্রেফতার করছে।

সাম্প্রতিক সময়ে মাতরাহ, সুইক ও আল বাতিনাহ অঞ্চলে একাধিক প্রবাসীকে অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। এসব অভিযান মূলত দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

প্রবাসী শ্রমিকদের মধ্যে এই ধরনের অপরাধের কারণে দেশটির শ্রম বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আইন মানা ও সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকা প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রবাসীরা যেন স্থানীয় আইন-কানুন মেনে চলেন এবং ন্যায্য কর্মসংস্থানে মনোযোগ দেন। এতে দেশের সঙ্গে তাদের ইতিবাচক সম্পর্ক বজায় থাকবে এবং সমাজেও তাদের অবদান সুসংহত হবে।

উভয় পক্ষের সুরক্ষা এবং শ্রম বাজারের স্থিতিশীলতার জন্য প্রবাসী শ্রমিকদের শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক আচরণ অবলম্বন করা অপরিহার্য বলে মনে করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup