সর্বশেষ

ওমানের গয়না চুরির ঘটনায় দুই এশীয় প্রবাসী গ্রেপ্তার

Expatriate arrested with drugs in oman, police issue stern warning

ওমানের উত্তর আল বাতিনাহ গভর্নরেট পুলিশের কমান্ড সুকাইক প্রদেশের একটি বাড়ি থেকে গয়না চুরির অভিযোগে এশীয় দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে। রয়্যাল ওমান পুলিশ (ROP) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বাড়ির মালিকরা অনুপস্থিত থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে প্রবেশ করে মূল্যবান গয়না চুরি করে। পরে পুলিশের তৎপরতায় দ্রুত তাদের আটক করা সম্ভব হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদেরকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে। অভিযুক্তদের কাছ থেকে চুরি হওয়া গয়নার কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

রয়্যাল ওমান পুলিশ আরও জানায়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। নাগরিক ও প্রবাসীদের বাড়িঘর নিরাপদ রাখতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি বিভিন্ন অঞ্চলে অপরাধ প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ঘটনায় আবারও প্রমাণ হলো, অপরাধ দমনে রয়্যাল ওমান পুলিশ কার্যকর ও দক্ষ ভূমিকা পালন করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup