সর্বশেষ

ওমান সাগরে শতশত মিসাইল

Missile

ইরান সম্প্রতি তাদের নৌ সেনার সামরিক ক্ষমতা উন্মুক্তভাবে প্রদর্শন করেছে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানি নৌবাহিনী বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

মহড়ার প্রথম দিনেই দীর্ঘপাল্লার ‘কাদির’, মাঝারি পাল্লার ‘কাদের’ এবং স্বল্প পাল্লার ‘নাসির’ ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে ডিজাইন করা যাতে শত্রুর রাডার ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট ধ্বংসাত্মক হামলা চালাতে পারে।

ইরানি নৌবাহিনীর মুখপাত্র এডমিরাল আব্বাস হাসানী জানান, মহড়ার মূল উদ্দেশ্য হলো যুদ্ধ প্রস্তুতি জোরদার করা, পরিকল্পনা ও কমান্ড ক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্ত বার্তা দেওয়াও লক্ষ্য ছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই মহড়া ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ এবং সম্ভাব্য আগ্রাসন মোকাবিলার সংকেত হিসেবে গণ্য করা যেতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup