সর্বশেষ

ওমানে বাংলাদেশিদের পাসপোর্ট সেবা নিয়ে দূতাবাসের জরুরী নির্দেশনা

Bangladesh embassy muscat oman 1

ওমানে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের জন্য পাসপোর্ট সংগ্রহে নতুন নির্দেশনা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। তবে যারা সরাসরি দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে চান, তাদেরকে আগে গুগল ফর্ম পূরণ করে সিডিউল নিতে হবে। এতে সুশৃঙ্খল ও কার্যকরভাবে সেবা প্রদান সম্ভব হবে।

536356549 776725878435887 1862391873412911226 n

দূতাবাস সূত্রে জানা গেছে, মাত্র ১,০০০ রিয়াল খরচে প্রবাসীরা নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ১,৫০০ রিয়াল খরচে হোম ডেলিভারিরও সুবিধা রাখা হয়েছে। দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দিতে ওমান পোস্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বাংলাদেশ দূতাবাস আশা করছে, প্রবাসীরা এই নতুন সেবা গ্রহণ করলে পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় সময় ও ঝামেলা দুটোই কমবে।

দূতাবাস সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেছে, যাতে পাসপোর্ট বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় এবং সবাই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা পান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup