ইন্ডিগো এয়ারলাইনের মাস্কাট থেকে কন্নুর সরাসরি ফ্লাইট এখন থেকে আগস্ট ২৩ পর্যন্ত চালু থাকবে। বিমান সংস্থাটি জানিয়েছে, “লো সিজনালিটি” বা কম মৌসুমের কারণে এই রুট সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। এটি এয়ারলাইনের গ্রীষ্মকালীন সময়সূচির অংশ।
স্থানীয় একটি ইন্ডিগো প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, ভ্রমণ সংস্থাগুলোকে আগেভাগে এই পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে। তবে সাধারণ যাত্রীদের জন্য কোনো প্রকাশ্য বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
ভ্রমণ শিল্প সূত্রে জানা গেছে, যারা আগস্ট ২৩-এর পরের জন্য টিকিট বুক করেছিলেন, তাদের পুরো টাকা ফেরত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছুটির মৌসুম শেষ হওয়ার পর ওমান থেকে যাত্রীসংখ্যা কমতে পারে এমন প্রক্ষেপণকে মাথায় রেখেই ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।
আরও
ওমানের প্রবাসীদের জন্য এই সিদ্ধান্তটি বিশেষভাবে প্রভাব ফেলেছে, যারা সরাসরি কন্নুর সঙ্গে সংযোগের ওপর নির্ভরশীল।
মধ্য-মে মাসে চালু হয়েছিল মাস্কাট–কন্নুর রুটটি। সপ্তাহে তিনদিন (ওমঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার) চলা এই ফ্লাইটটি কম খরচে সুবিধাজনক হওয়ায় যাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।










