সর্বশেষ

ওমানে পুলিশের অভিযান, বিপুল পরিমান মাদকসহ ৬ প্রবাসী গ্রেফতার

Oman

ওমানের মাতরায় বিপুল পরিমান মাদক সহ ৬ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ৫০ কেজির বেশি মাদকদ্রব্য। এক বিবৃতিতে ওমান পুলিশ জানিয়েছে, পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ অভিযানে ৬জন প্রবাসীকে গ্রেফতার করা হয়।

তারা এশিয়ান নাগরিক উল্লেখ করলেও কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩২ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ এবং প্রায় ২৩ কেজি গাঁজা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের ওজন ৫৫ কেজিরও বেশি।

পুলিশের ভাষ্যমতে, আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগসাজশ করে ওমানে মাদক পাচারের চেষ্টা করছিল এই প্রবাসীরা। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদকবিরোধী যেকোনো অভিযানে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে রয়্যাল ওমান পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup