সর্বশেষ

ওমানে জাল সনদে কঠোর ব্যবস্থা, প্রবাসীদের জন্য সতর্কবার্তা

Oman ministry of labour

ওমান প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। তারা বলেছে—যদি কেউ ভুয়া পেশাগত সনদ বা লাইসেন্স ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শুধু ব্যক্তি নয়, অনুমোদন ছাড়া পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র আর মূল্যায়ন সেন্টারগুলোকেও নজরদারির আওতায় আনা হচ্ছে। শ্রম মন্ত্রণালয়ের ভাষ্য—জাল সনদ ব্যবহার করলে এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। ধরা পড়লে মামলা হবে এবং দোষী প্রমাণিত হলে সাজাও হতে পারে।

প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা হলো—অবৈধ সনদ ব্যবহার করলে চাকরি হারানোর ঝুঁকি আছে, তার সঙ্গে জড়িয়ে যাবে গুরুতর আইনগত ঝামেলাও।

তাই মন্ত্রণালয়ের অনুরোধ, সবাই যেন শুধু অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয় এবং বৈধ সনদ ব্যবহার করে কাজ করে। এতে কর্মক্ষেত্রে আস্থা বাড়বে, চাকরি নিরাপদ থাকবে, আর আন্তর্জাতিক বাজারেও ওমানের সুনাম অটুট থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup