ওমানে আগামি কয়েকদিন অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে। আজ এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২১ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছ। এর মধ্যে রয়েছে, আল ওস্তা, ধোফার, দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া এবং দাখিলিয়াহ প্রদেশ।
এসম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ১০ থেকে ৪৫ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও ঘণ্টায় ২০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।সমুদ্রপৃষ্ঠের ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ৪ মিটার পর্যন্ত হতে পারে এমন আশংকার কথা বলা হয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, এতে ওয়াদি এলাকায় এবং সমুদ্রযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। আগামী তারিখ নাগাদ প্রবাসী বাংলাদেশিদের অপ্রয়োজনীয় ভ্রমণ ও সমুদ্রযাত্রা এড়িয়ে চলতে, পাহাড়ি ও ওয়াদি এলাকায় না যেতে এবং নিরাপত্তা বিধি মেনে চলতে বলা হয়েছে।










