সর্বশেষ

সুখবর! ওমানে প্রবাসী কর্মীদের বেতন নিয়ে নতুন নিয়ম

Oman ministry of labour

ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়েজ ট্রান্সফার কমপ্লায়েন্স ডেডলাইন ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, এখন থেকে দেশের সব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ওয়েজ প্রোটেকশন সিস্টেম (WPS) ব্যবহার করে নির্ধারিত সময়মতো বেতন প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়সীমা অমান্য করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর জরিমানা ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

আগামী মাস থেকেই এ নিয়ম কার্যকর হবে, যা ওমানের প্রায় দুই মিলিয়নেরও বেশি প্রবাসী কর্মীর জন্য স্বস্তির খবর। বিশেষ করে নির্মাণ, পরিষেবা এবং কারখানা খাতে কর্মরত শ্রমিকরা এর সুফল পাবেন। অতীতে দেরি বা অনিয়মের কারণে শ্রমিকদের যে ভোগান্তি পোহাতে হতো, নতুন নিয়ম কার্যকর হলে তা অনেকটাই হ্রাস পাবে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ প্রতিষ্ঠানগুলোকে সময়মতো বেতন প্রদানে উৎসাহিত করবে এবং সামগ্রিকভাবে শ্রম বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। পাশাপাশি এটি প্রবাসী কর্মীদের আর্থিক নিরাপত্তা ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রবাসী অধিকারকর্মীরা বলছেন, এই উদ্যোগ ওমানের শ্রমনীতি আরও শক্তিশালী করবে এবং কর্মীদের জীবিকা ও মর্যাদা সুরক্ষিত করবে। ফলে শ্রমবাজারে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup