সর্বশেষ

ওমানে অবৈধ অনুপ্রবেশের সময় তিন প্রবাসী আটক

Three expatriates detained while illegally entering oman

ওমান উপকূলে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার সময় তিন এশীয় নাগরিককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মুসান্দাম গভর্নরেট পুলিশের কোস্টগার্ড ইউনিট খাসাব উইলায়াতের উপকূলের কাছে একটি নৌকা থেকে ওই তিনজনকে আটক করে। তারা সমুদ্রপথে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন।

পুলিশ জানায়, অভিযানের সময় নৌকাটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ওমানে অননুমোদিতভাবে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।

এই ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে আরওপি। সংস্থাটি এ ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে টহল ও নজরদারি আরও জোরদারের আশ্বাস দিয়েছে।

ওমান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সীমান্ত ও উপকূল সুরক্ষায় কঠোর ব্যবস্থা চালু রেখেছে। বিশেষ করে মুসান্দাম ও খাসাব উপকূলে অবৈধ মানবপাচার ও অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup