ওমানের খাসাবে বাংলাদেশ দূতাবাসের চলমান কনস্যুলার ট্যুরের আওতায় ই-পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূতাবাস অনলাইনে আবেদনকারীদের নির্দিষ্ট লিংক ব্যবহার করে আবেদন করার পর তালিকা তৈরি করেছে, যা দুইভাগে ভাগ করা হয়েছে — তালিকা-১ ও তালিকা-২। প্রতিটি তালিকায় নাম থাকা সেবাপ্রার্থীরা নির্ধারিত তারিখ ও সময়ে এনরোলমেন্টের জন্য আমন্ত্রণ পেয়েছেন।
দূতাবাস জানায়, এই তালিকা থেকে যারা বাদ পড়েছেন বা যাদের নাম নেই, তারা ই-পাসপোর্ট এনরোলমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে, প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং অপ্রয়োজনীয় ভিড় থেকে বিরত থাকা যাবে। এই ব্যবস্থার মাধ্যমে দূতাবাস তাদের সেবার গুণগত মান বৃদ্ধি ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চায়।
প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে অনুষ্ঠিত এই কনস্যুলার ট্যুরের মাধ্যমে দূতাবাসে যাতায়াত কমিয়ে নিজ এলাকার নিকটস্থ স্থানে ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ মিলছে। তবে দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, সময় ও তালিকা মেনে চলা অত্যন্ত জরুরি, যাতে সবার জন্য সুষ্ঠু সেবা নিশ্চিত হয়। প্রবাসী বাংলাদেশীদের জন্য দূতাবাসের এই উদ্যোগ এক বিশাল সহায়ক পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।










