ওমানের আল হাজর পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ওই অঞ্চলের বিভিন্ন স্থানে কিউমুলাস মেঘ সক্রিয় রয়েছে এবং এর প্রভাব আগামীতে আরও দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে হালকা থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বজ্রপাত, প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই ধরনের আবহাওয়ার কারণে পাহাড়ি ও নিম্নাঞ্চলে হঠাৎ বন্যা বা ওয়াদি প্লাবনের ঝুঁকি বাড়তে পারে। ফলে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও
বিশেষ করে পাহাড়ি পথ, গিরিখাত ও নিচু এলাকায় চলাচলের সময় বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কর্তৃপক্ষ স্থানীয় ও প্রবাসীদের আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করারও অনুরোধ জানিয়েছে।










