সর্বশেষ

ওমানে বিপজ্জনক ড্রাইভিং প্রবাসী গ্রেফতার

Expatriate arrested for dangerous driving in oman

ওমানের ধাহিরা গভর্নরেটে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। ভারি বৃষ্টির সময় বিপজ্জনকভাবে গাড়ি ড্রিফট ও প্রদর্শন করে জনসাধারণের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেন তিনি।

আরওপির দেওয়া তথ্যে জানা যায়, বিপজ্জনক কসরত করার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি স্লিপ করে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে এবং উল্টে যায়। দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুর্ঘটনার ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। কর্মকর্তারা জানান, এ ধরনের বেপরোয়া আচরণ শুধু চালকের নিজের জীবন নয়, অন্যদেরও ঝুঁকির মুখে ফেলে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অপরাধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup