ওমানের শ্রম মন্ত্রণালয় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ওমানিদের জন্য মোট ১২,৯৩৬টি কর্মসংস্থান ও প্রতিস্থাপন কাজ নিশ্চিত করেছে। এই সংখ্যা মন্ত্রণালয়ের বার্ষিক লক্ষ্য পূরণের প্রায় ৩৮ শতাংশ। সরকারি খাতে ২,৩১৬টি এবং বেসরকারি খাতে ১০,৬২০টি চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে।
এছাড়া, প্রশিক্ষণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। প্রথমার্ধে মোট ৪,২৯২টি প্রশিক্ষণ সুযোগ প্রদান করা হয়েছে, যার মধ্যে ৪৭৩টি সরকারি খাতে এবং ৩,৮১৯টি বেসরকারি খাতে। এই প্রশিক্ষণগুলো কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
মোট কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ মিলিয়ে ১৭,২৮০টির বেশি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যা মোট লক্ষ্যের প্রায় ৩৮.২৮ শতাংশ। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্যও ১৮,৫৭৯টি চাকরি তৈরি হয়েছে।
আরও
মন্ত্রণালয় এই অর্জনকে দেশের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। সরকারের পরিকল্পনা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশীয় কর্মী নিয়োগ বাড়ানো এবং দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের পদক্ষেপ ওমানের শ্রম বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।










