আরও ঝামেলামুক্ত ও দ্রুত যাত্রার অভিজ্ঞতা দিতে যাচ্ছে ওমান এয়ার। এবার মাস্কাট বিমানবন্দরে পৌঁছেই লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি বা দীর্ঘ সারিতে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি মিলবে। যাত্রার আগেই শহরেই হবে ব্যাগ চেক-ইন, সেখান থেকেই তা চলে যাবে সরাসরি ফ্লাইটে।
ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার মাস্কাটে তাদের প্রথম সিটি চেক-ইন সেন্টার চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। এই সুবিধা চালু হলে যাত্রীরা শহরেই ব্যাগ রেখে আগেই ফ্লাইট চেক-ইন করতে পারবেন, ফলে বিমানবন্দরে গিয়ে শুধুমাত্র ইমিগ্রেশন পেরিয়ে ফ্লাইটে উঠতে পারবেন।
ওমান এয়ারের সিইও কন করফিয়াটিস জানান, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ, যা কেমন সাড়া পায় এবং শহরের ভৌগোলিক বাস্তবতায় কতটা কার্যকর হয়—তা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, মাস্কাট একটি তুলনামূলক ছোট শহর হওয়ায় এখানে সেই গতিশীল পরিবহন ব্যবস্থা এখনো পুরোপুরি তৈরি হয়নি।
আরও
তবে তিনি আশাবাদী যে, সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শেষ নাগাদ এই সেবা চালু করা সম্ভব হবে। যাত্রীদের আগ্রহ এবং প্রয়োজনে ভিত্তি করে ভবিষ্যতে আরও বিনিয়োগও করা হতে পারে বলে জানান তিনি।
এর আগে, ওমান এয়ার সালালাহ অঞ্চলের যাত্রীদের জন্য “মারাহেব” নামে একটি শহরভিত্তিক চেক-ইন সেবা চালু করেছে। এটি সালালাহ গার্ডেনস মলে অবস্থিত এবং যাত্রীরা সেখান থেকেই প্রাথমিক চেক-ইন সম্পন্ন করতে পারেন। এই উদ্যোগ যাত্রীদের বিমানবন্দরের লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়িয়ে স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের সুযোগ করে দিয়েছে।










