সর্বশেষ

ওমান প্রবাসী স্ত্রীর পরকীয়ায় হতাশ হয়ে স্বামীর আত্মহত্যা

Omani expatriate husband commits suicide after being disappointed by his wife's infidelity

চট্টগ্রামের রাউজানে স্ত্রীর সঙ্গে অভিমান করে মো. মিন্টু মিয়া (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সোমবার (৪ আগস্ট) রাত দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া নিশ্চিত করেছেন।

নিহত মিন্টু মিয়া নেত্রকোনা সদর উপজেলার কারলী এলাকার মো. আবু সাহেদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী ঝিনু আকতার দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসে ছিলেন। এক মাস আগে তিনি দেশে ফিরে আসেন এবং অভিযোগ রয়েছে, দেশে ফিরে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

সোমবার রাতে দাম্পত্য বিরোধের জেরে আবারও ঝগড়া হলে মিন্টু ক্ষুব্ধ হয়ে নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন। এরপর তিনি নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। এসময় তার স্ত্রী ও সন্তানরা পাশের একটি বাসায় অবস্থান করছিলেন।

মিন্টুর কিশোরী মেয়ে মোনালিসা তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেওয়া হয়। পরে রাউজান ফায়ার সার্ভিস ও থানার সদস্যরা যৌথভাবে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে চিহ্নিত করলেও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রাউজান থানা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup