ওমানের সোহার অঞ্চলে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশি শ্রমিক বেলাল হোসেন (৩২)। তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পুরান বাজার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওমানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।
রুমমেটদের ভাষ্য অনুযায়ী, রাতে ঘুমের মধ্যে বেলালের শরীরে খিঁচুনি শুরু হয় এবং ঘোঙানির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত জেগে ওঠেন। তারা তাৎক্ষণিকভাবে বেলালকে নিকটবর্তী সোহার হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেলাল এখনো অচেতন এবং আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
ওমানে বেলালের কোনো আত্মীয়স্বজন না থাকায় তার সহকর্মীরাই বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে জানান। খবর পেয়ে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম জানান, বেলালের খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সহকর্মীরা সকলের কাছে বেলালের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।










