ওমানের আল হাজর পর্বতমালায় কিউমুলাস মেঘের সৃষ্টি হয়েছে, যার ফলে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, এই বৃষ্টির সঙ্গে বজ্রঝড় ও নিচমুখী প্রবল দমকা হাওয়ার (ডাউনড্রাফট) সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই আবহাওয়া আগামী ঘণ্টাগুলোতে আরও তীব্র হতে পারে এবং আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি ও উঁচু অঞ্চলে ঝুঁকি বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ওমানে অবস্থানরত প্রবাসীদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কর্মস্থল বা রাস্তাঘাটে চলাচলের সময় ঝড়-বৃষ্টির সতর্কতা অনুসরণ করতে, এবং প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থায় খোলা জায়গা বা পাহাড়ি পথে যাতায়াত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
আরও
অনেক প্রবাসী শ্রমিক পাহাড়ঘেঁষা এলাকায় কাজ করেন কিংবা নির্মাণস্থলে অবস্থান করেন। তাঁদের প্রতি বিশেষ বার্তা দিয়ে বলা হয়েছে, এমন বৈরী আবহাওয়ায় কাজের সময় যেন নিরাপত্তাবিধি কঠোরভাবে মানা হয়।
এই আবহাওয়াজনিত পরিবর্তন একদিকে গ্রীষ্মের ভাপসা গরম থেকে স্বস্তি দিলেও, বিপদ এড়াতে সবার উচিত সময়মতো আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা মেনে চলা।










