ওমানের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় চরম তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি (CAA)। সংস্থাটির সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, দাখিলিয়াহ অঞ্চলের হামরা আল দুরু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
এছাড়াও আল সুনাইনাহতে তাপমাত্রা উঠেছে ৪৮.৬ ডিগ্রিতে, মুকশিনে ৪৮.১ ডিগ্রি এবং ইব্রিতে ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অপরদিকে, ধোফার প্রদেশের ধালকুত অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস।
এই অতিমাত্রায় তাপমাত্রা প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে যারা নির্মাণ, কৃষি বা বাইরে শারীরিক পরিশ্রমের কাজে নিয়োজিত, তাদের স্বাস্থ্যঝুঁকি অনেক বেড়ে গেছে।
আরও
সিভিল এভিয়েশন অথরিটি সবাইকে, বিশেষ করে প্রবাসী কর্মীদের, সরাসরি রোদে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে বিশ্রাম এবং হিটস্ট্রোক প্রতিরোধে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রীষ্মমৌসুমে তাপমাত্রা আরও বাড়তে পারে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে জরুরি সতর্কবার্তাও জারি করা হবে।










